১৭ই আগস্ট বাংলাদেশের অন্যতম ল্যান্ড শেয়ারিং কোম্পানি সেলমন ডেভেলপারস লিমিটেড বনানীর কর্পোরেট অফিসে নতুন আবাসন প্রকল্প বসুন্ধরার এন ব্লকে অবস্থিত ‘সেলমন ওয়াটারফল’ এর উদ্বোধন করে।
প্রকল্পটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মেহেরাজ উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ, পরিচালক মুফতি আবদুল্লাহ ভূঁইয়া সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নতুন এই দক্ষিণমুখী আবাসন প্রকল্পে রয়েছে ৯টি শেয়ার যা আজ থেকে বিক্রি চলমান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসনাত আরিফ বলেন, আমরা বিশ্বাস করি, সেলমন ওয়াটারফল প্রজেক্ট হবে আমাদের গ্রাহকদের জন্য একটি অনন্য ঠিকানা, যা তাদের আস্থা ও স্বপ্ন দুটোই পূরণ করবে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে সেলমন ডেভেলপারস লিমিটেড রিয়েল এস্টেটে ল্যান্ড শেয়ার নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলত ল্যান্ড শেয়ার বিক্রয়ের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণ করে, যা ক্রেতাদের জন্য স্বল্প খরচে নিজস্ব ফ্ল্যাটের মালিক হওয়ার সুযোগ তৈরি করে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে ১৪টি প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে।