Back
Office related

নির্মাণ, আবাসন, বিদ্যুৎ শিল্প মেলায় সেলমন ডেভেলপারস

17 March 2025

রাজধানীতে আয়োজিত তিন দিনের নির্মাণ, আবাসন, বিদ্যুৎ সংশ্লিষ্ট শিল্প কেন্দ্রিক আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে সেলমন ডেভেলপারস লিমিটেড।

এ আয়োজনে সেলমন ডেভেলপারস চারটি স্টলে তাদের প্রজেক্টগুলোর প্রদর্শনী করেছে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ আয়োজন করে সেমস-গ্লোবাল ইউএসএ।

গেল ২৮ বছরের ধারাবাহিকতায় এবার ১৪ থেকে ১৬ নভেম্বর ‘বিল্ড সিরিজ অব এক্সিবিশন’ এবং ‘পাওয়ার সিরিজ অব এক্সিবিশন’ নামে দুটি আন্তর্জাতিক প্রদর্শনী হয়।

বিজ্ঞপ্তিতে সেলমন ডেভেলপারস বলছে, বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের বেশ কিছু প্রকল্প চলমান। ল্যান্ড শেয়ারের মাধ্যমে সেখানে ৪০% শতাংশ কম খরচে সহজেই আধুনিক এবং লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ক্রেতারা।

এছাড়া প্রদর্শনী উপলক্ষে যে কোনো প্রজেক্টে বুকিং দিলে ক্রেতা পাচ্ছেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স সিরিজের হ্যান্ডসেট।

প্রদর্শনী দুটির উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এস সারওয়ার, সেলমন ডেভেলপারসের ম্যানেজিং ডিরেক্টর মো মেহেরাজ উদ্দিন ফয়সাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল হাসনাত আরিফ ।

প্রদর্শনীগুলোতে ৫০০-এর বেশি বুথে ২০টি দেশের ১৯৫টির বেশি কোম্পানি অংশগ্রহণ করে।

নির্মাণ, আবাসন ও বিদ্যুৎ শিল্পবিষয়ক এ প্রদর্শনীতে ছিল ওয়াটার, সোলার এবং লাইটিং পণ্যের সমাহার।

Salmon Developers Ltd.

Leading real estate development company committed to excellence and innovation in construction and design, delivering world-class projects that combine functionality, aesthetics, and sustainability to create spaces where communities can thrive.

Corporate office address

Flat: B1, Holding: 133, Road: 04
Block: A, Banani, Dhaka, Bangladesh

Business Hours

Saturday to Thursday: 9am to 7 PM

Friday: 10 am to 6 PM

Connect With Us

© 2025. Salmon Developers BD Ltd. All Rights Reserved.

Made By Intellec